দেবীদ্বারে নবাগত ইউএনওর সাথে সাংবাদিকদের মতবিনিময়
দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লা দেবীদ্বারে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিগার সুলতানা। উপজেলা নির্বাহী কর্মকর্তার আহবানে তারই সভাকক্ষে বৃহস্পতিবার সকালে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওই সময় সাংবাদিকরা নবাগত ইউএনও’কে ফুল দিয়ে বরণ করে নেন।
এতে অংশ নেন, দৈনিক কালের কন্ঠের দেবীদ্বার প্রতিনিধি এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সমকাল প্রতিনিধি সৈয়দ খলিলুর রহমান বাবুল, দৈনিক যুগান্তর দেবীদ্বার প্রতিনিধি মোঃ আক্তার হোসেন, দৈনিক আমাদের নতুন সময় প্রতিনিধি মো. শাহিদুল ইসলাম, মুক্তখবর’র জেলা প্রতিনিধি মো. ময়নাল হোসেন ভিপি, এসএ টিভির দেবীদ্বার প্রতিনিধি শফিউল আলম রাজিব, মাইটিভির প্রতিনিধি মো. সোহাগ রানা সোহেল, এশিয়ান টিভির প্রতিনিধি মোঃ নেছার উদ্দিন, দৈনিক নাগরিক ভাবনা’র প্রতিনিধি এম.জে মামুন, বাংলাদেশ সমাচার’র প্রতিনিধি ওমর ফারুক মুন্সী, দৈনিক আজকালের খবর প্রতিনিধি আহম্মেদ হোসাইন, দৈনিক করতোয়া দেবিদ্বার প্রতিনিধি মো. মামুনুর রশিদ, দৈনিক খোলা কাগজের প্রতিনিধি মো. আল আমিন কিবরিয়া, দৈনিক বাংলার আলোরন’র প্রতিনিধি আব্দুল আলিম, আমার বার্তার প্রতিনিধি ইসহাক হাসান প্রমুখ।
ইউএনও নিগার সুলতানা এলাকার উন্নয়নসহ সার্বিক কর্মকান্ডে সাংবাদিকদের সহযোগীতা করেন। সাংবাদিকদের পক্ষ থেকেও ইউএনও’র এ কর্মস্থলে থেকে এলাকার গনমানুষের স্বার্থরক্ষায় সকল কাজের সহযোগীতা কামনা করেন এবং ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি ও মুক্তিযুদ্ধসহ বিভিন্ন বিষয়ে প্রায় হাজার বছরের ঐতিহ্য তুলে ধরেন।
উল্লেখ্য, গত ২০ মার্চ দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে নিগার সুলতানা যোগদান করেন।
এর আগে তিনি মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও পিরোজপুর জেলার কাউখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করেন।