সোনারগাঁয়ে মানব উন্নয়ন সংস্থার উদ্যোগে নতুন জামা উপহার

শুভ,সোনারগাঁ(নারায়ণগঞ্জ)প্রতিনিধি।।

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নের আলমদী দক্ষিণ পাড়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ৬০ জন শিক্ষার্থীদের মাঝে নতুন জামা উপহার। ৯ অক্টোবর সকালে সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নের আলমদী দক্ষিণ পাড়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ৬০ জন শিক্ষার্থীদের মাঝে নতুন জামা উপহার দেওয়া হয়। নতুন জামা উপহার দেওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় স্বাস্থ্য ও জনসংখ্যা উপ কমিটির সদস্য ও বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের সাংগঠনিক সম্পাদক,সোনারগাঁ উপজেলা আওয়ামী যুবলীগের সিনিয়র সহ-সভাপতি,সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ।

আরো উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাবসার নির্বাহী পরিচালক নাসরিন আক্তার,স্বইচ্ছে মানব উন্নয়ন সংস্থার সভাপতি বাবুল হোসেন,স্বইচ্ছে মানব উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক রিজভী সহ স্বইচ্ছে মানব উন্নয়ন সংস্থার সকল সদস্য ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ মোঃ সোহান মোল্লা,মাসুদ রানাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সাইফুল ইসলাম সুমন,অননিউজ24।।

আরো দেখুনঃ