ফেনী সোনাগাজীর ৮ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আংশিক কমিটি ঘোষণা
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি।।
ফেনীর সোনাগাজী উপজেলার ৮টি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে একই সঙ্গে আগামী ১৫দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়েছে। রোববার বিকালে উপজেলা আ.লীগ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে কমিটিগুলো ঘোষণা করা হয়।
উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. ফারুক হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোসারেফ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি অধ্যাপক মফিজুল হক, সাধারণ সম্পাদক পৌর মেয়র অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন, যুগ্ম-সাধারণ সম্পাদক, চরচান্দিয়া ইউপি চেযারম্যান মোশারফ হোসেন মিলন, আ.লীগ নেতা মোহাম্মদ রফিক, ইব্রাহীম খলিল, স্বেচ্ছাসেবকলীগ নেতা মোশারফ হোসেন ও উপজেলা যুবলীগের সহ-সম্পাদক আবদুল্লাহ আল মমিন শিমুল প্রমুখ।
ঘোষিত কমিটিতে নির্বাচিত নেতারা হলেন- চরমজলিশপুর ইউনিয়নে সভাপতি পদে জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক নুর করিম বাহার, যুগ্ম-সাধারণ সম্পাদক রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক মো. ফারুক মোম্বার, সহ-সাংগঠনিক সম্পাদক মো. ইলিয়াছ মানিক ও মো. জাফর, বগাদানা ইউনিয়নে সভাপতি পদে শেখ পারভেজ সহ-সভাপতি আরিফুল ইসলাম রফিক, আনোয়ার হোসেন মিন্টু, সাধারণ সম্পাদক ফয়েজ আহম্মদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মমিনুল হক, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম শরিফ, সহ-সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন।
মঙ্গলকান্দি ইউনিয়নে সভাপতি পদে নাছির উদ্দিন, সহ-সভাপতি ওমর ফারুক টিটু, আবু হেনা নয়ন, সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন(১), যুগ্ম-সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন(২), শ্যামল চন্দ্র মজুমদার, সাংগঠনিক সম্পাদক মোরশেদ আলম রনি, সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া, মতিগঞ্জ ইউনিয়নে সভাডতি পদে মোহাম্মদ সেলিম।
সহ-সভাপতি ওহিদ উল্যাহ, সাধারণ সম্পাদক বাহার উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন রাজু, সহ-সাংগঠনিক সম্পাদক মো.নুর করিম, চরদরবেশ ইউনিয়নে সভাপতি পদে হেদায়েত উল্যাহ সোহাগ, সহ-সভাপতি দেলোয়ার হোসেন, আনোয়ার হোসেন পারভেজ, সাধারণ সম্পাদক ইমাম হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক মো. ওমর ফারুক রাসু , সহ-সাংগঠনিক সম্পাদক মো. শেখ আবদুল্লাহ, সোনাগাজী সদর ইউনিয়নে সভাপতি পদে আবদুল হাই মিস্টারর, সহ-সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক নুর আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. এয়াছিন, সাংগঠনিক সম্পাদক মো. আলা উদ্দিন জয়েল, আমিরাবাদ ইউনিয়নে সভাপতি পদে মোয়াজ্জেম হোসেন সুমন, সহ-সভাপতি আবদুল হক, ইসমাইল হোসেন সান্টু।
সাধারণ সম্পাদক জামাল উদ্দিন রাসেল, যুগ্ম-সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জনি, সাংগঠনিক সম্পাদক মো. আনিছ, সহ-সাংগঠনিক সম্পাদক মো. এনামুল হক নয়ন ও মো. মুরাদ, নবাবপুর ইনিয়নে সভাপতি পদে মোয়াজ্জেম হোসেন সুমন, সহ-সভাপতি রুবেল মজুমদার, সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান ভূঞা অনিক, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সৌরভ, সাংগঠনিক সম্পাদক মো. সজিব, সহ-সাংগঠনিক সম্পাদক মো. রনি। এর আগে বিভিন্ন ইউনিয়নে বিপুল উৎসাহ উদ্দীপনায় বর্নাঢ্য আয়োজনে সম্মেলন করা হয়েছিল।
সাইফ/ অননিউজ24