গফরগাঁওয়ে বিকাশ এজেন্টের ৫ লাখ টাকা ছিনতাই
মঈন উদ্দিন রায়হান, ময়মনসিংহ থেকে।।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর চৌরাস্তা বাজারের বিকাশ এজেন্ট ও ফ্লেক্সিলোড ব্যবসায়ী জাকারিয়া সোমবার রাত সাড়ে আটটার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে শিবগঞ্জ সড়কের নির্জনস্থানে ছয় ছিনতাইকারি দেশীয় অস্ত্র ঠেকিয়ে মারধর করে সাথে থাকা ৫ লাখ ৩৫০ টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দুই মোটর সাইকেলে করে পালিয়ে যায়। এ ঘটনায় সোমবার রাতেই বিকাশ এজেন্ট জাকারিয়া গফরগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করেন।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদ বলেন, এ ঘটনায় রাতেই একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।