মুরাদনগরে বঙ্গবন্ধু টুর্নামেন্টের ফাইনালে বাঞ্ছারামপুর জয়ী
মুরাদনগর প্রতিনিধি।।
কুমিল্লার মুরাদনগরে বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেলে উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের ব্রাহ্মণ চাপিতলা খেলার মাঠে ওই খেলায় হোমনা বীর মুক্তিযোদ্ধা ইসমাইল স্যার ফুটবল একাডেমীকে হারিয়ে বাঞ্ছারামপুর উপজেলার সাহেবনগর তারণ্যের বাতিঘর একাডেমী চ্যাম্পিয়ান হয়।
শ^াসরুদ্ধকর এই খেলার প্রথমার্ধের ২৬ মিনিটে ১ গোলে বীর মুক্তিযোদ্ধা ইসমাইল স্যার ফুটবল একাডেমী এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে সমতায় ফিরিয়ে আসে তারণ্যের বাতিঘর একাডেমী। নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র থাকলে কমিটির সিদ্ধান্ত মোতাবেক লেখাটি ট্রাইব্রেকারে গড়ায়। খেলায় ৩-১ গোলে হোমনা বীর মুক্তিযোদ্ধা ইসমাইল স্যার ফুটবল একাডেমীকে হারিয়ে তারণ্যের বাতিঘর একাডেমী চ্যাম্পিয়ান হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, এফবিসিসিআই’র সাবেক সভাপতি আলহাজ¦ ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলাউদ্দীন ভূইয়া জনী, সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ আব্দুল কাইয়ূম খসরু, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হানিফ সরকার, উপজেলা আওয়ামী লীগের সভপাতি এডভোকেট আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার চিনু, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হুদা, অতিরিক্ত পুলিশ সুপার পিযূষ চন্দ্র দাস, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল কালাম আজাদ তমাল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম সরকার।
মাস্টার জয়নাল আবেদীন ভূইয়ার সভাপতিত্বে উক্ত খেলায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মুরাদনগর থানার ওসি আজিজুল বারী ইবনে জলিল, বাঙ্গরা বাজার থানার ওসি রিয়াজ উদ্দিন চৌধুরী, আওয়ামীলীগ নেতা আবুল আয়েস খাঁন, আবুল হাসেম হাসু, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য হাজী মোহাম্মদ ইসমাইল, মুরাদনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান, কুমিল্লা জেলা পরিষদ সদস্য মনিরুল আলম দিপু ও মমতাজ বেগম প্রমুখ।
খেলাটিতে রেফারির দ্বায়িত্বে ছিলেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সদস্য ভিপি ময়নাল হোসেন।