বাগমারায় সংবাদ প্রকাশের জেরে যুগান্তর প্রতিনিধি সুজনের বাড়িতে হামলা, গ্রেফতার ১

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর বাগমারায় মাদক বিরোধী সংবাদ প্রকাশের জের ধরে দৈনিক যুগান্তর ও সোনালী সংবাদের বাগমারা উপজেলা প্রতিনিধি আবু বাককার সুজনের বাড়িতে হামলাকারী আব্দুল মান্নানকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে হাটগাঙ্গোপাড়া তদন্ত কেন্দ্রের পুলিশ নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। থানার ওসি আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত ২৪ মে দৈনিক সোনালী সংবাদে ‘বাগমারায় মাদকের ছড়াছড়ি’ শিরোনামে মাদক বিরোধী একটি প্রতিবেদন প্রকাশ হয়। ওই প্রতিবেদনে মাহাবুর নামে একজন মাদক ব্যবসায়ীর নাম উল্লেখ আছে। খাজুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে মাহাবুর নিজেকে ওই মাদক ব্যবসায়ী মনে করে শুক্রবার রাতে আব্দুল মান্নান এবং তার দুই ছেলে মাহাবুর রহমান ও হাবিবুর রহমানসহ অজ্ঞাতনামা আরো ৪-৫ জন ব্যক্তি দৈনিক যুগান্তর ও সোনালী সংবাদের বাগমারা প্রতিনিধি আবু বাককার সুজনের খাজুর গ্রামস্থ বাসভবনে ইট ছুঁড়ে মারে এবং ক্ষিপ্ত হয়ে সাংবাদিক সুজনের বাড়ির আঙ্গিনায় লাগানো ১৫ টি সুপারি গাছ কেটে ফেলে। পরবর্তীতে বাড়ির পাশে আম বাগানে ওয়াসি তৈরি করা বাঁশের খড়িতে আগুন দিয়ে ৫ টি তাজা আম গাছ পুড়িয়ে দেয়।

এ ঘটনায় সাংবাদিক সুজন বাদি হয়ে আব্দুল মান্নান এবং তার দুই ছেলে মাহাবুর রহমান ও হাবিবুর রহমানসহ অজ্ঞাতনামা আরো ৪-৫ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা করেন। এরপর আব্দুল মান্নানকে পুলিশ গ্রেফতার করে জেলহাজতে পাঠায়।

আরো দেখুনঃ