সাবেক বস ট্রাম্পকে চ্যালেঞ্জ জানালেন মাইক পেন্স
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের লড়াইয়ে নেমেই সাবেক বস ডোনাল্ড ট্রাম্পকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন একই দলের মাইক পেন্স। স্থানীয় সময় বুধবার আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট পদে রিপাবলিকান দলের মনোনয়ন পেতে প্রচারণা শুরু করেন সাবেক ভাইস প্রেসিডেন্ট পেন্স।
আইওয়া অঙ্গরাজ্যে দেয়া বক্তব্যে বলেন, ২০২১ সালে ক্যাপিটল হিলে হামলার ঘটনায় ট্রাম্পকে নয় মার্কিন সংবিধানকে বেছে নিয়েছিলেন তিনি। আগামী প্রেসিডেন্ট নির্বাচনেও ভোটারদের একই পরীক্ষার মুখোমুখি হতে হবে বলে মনে করেন পেন্স। যুক্তরাষ্ট্রের চলমান মূল্যস্ফীতি, অভিবাসন সংকট এবং মন্দায় পড়ার ঝুঁকি তৈরি হওয়া নিয়ে তীব্র সমালোচনা করেন এই সাবেক ভাইস প্রেসিডেন্ট।
দলের মনোনয়ন পেতে ট্রাম্প ছাড়াও অন্তত ১০ জনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নামতে হবে পেন্সকে। ধারণা করা হচ্ছে, মূল প্রতিদ্বন্দ্বিতা হবে ট্রাম্প ও ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিসের মধ্যে।
একজন ভাইস প্রেসিডেন্ট যে প্রেসিডেন্টের অধীনে দায়িত্ব পালন করেছেন তারই বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় নামার ঘটনা যুক্তরাষ্ট্রের রাজনীতির ইতিহাসে বিরল।
এফআর/অননিউজ