ট্রলারডুবি : ৬ ঘণ্টা পর জীবিত পাওয়া গেল নিখোঁজ জেলেকে

বরগুনার পাথরঘাটায় ট্রলারডুবিতে নিখোঁজ নুর হোসেন নামের এক জেলের সন্ধান মিলেছে।

বুধবার (১৪ জুন) সকাল ১০ টার দিকে সুন্দরবনের কটকা নামক এলাকা থেকে তাকে উদ্ধার হয়। এর আগে মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে বালেশ্বর নদীর সুন্দরবন সংলগ্ন এলাকায় ট্রলার ডুবির এ ঘটনা ঘটে।

কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. শাফায়েত আবরার বিষয়টি নিশ্চিত করেছেন।

নুর হোসেন পাথরঘাটা সদর ইউনিয়নের পদ্মা এলাকার আব্দুল খালেকের ছেলে।

এ বিষয়ে ট্রলারমালিক ওয়াসিম বলেন, বলেশ্বর নদীর মোহনায় ট্রলারে করে মাছ শিকারের পর ঘাটে ফিরছিলেন জেলেরা। এ সময় নদীতে থাকা স্রোতের কবলে পড়ে ডুবোচরে আটকে ডুবে যায় ট্রলারটি। পরে ফিরে আসা জেলেরা এ খবর জানালে ঘটনাস্থলে গিয়ে ডুবে যাওয়া ট্রলার উদ্ধার করা হয়। পরে ঘটনার ৬ ঘণ্টাপর সুন্দরবন সংলগ্ন কটকা নামক এলাকায় নুর হোসেনকে জীবিত অবস্থায় দেখে পরিবারের সদস্যদের জানান বন বিভাগের সদস্যরা।

পাথরঘাটা কোস্টগার্ড স্টেশন কমান্ডার লে. শাফায়েত আবরার জানান, ট্রলারডুবির ঘটনাটি শোনার সঙ্গে সঙ্গেই নিখোঁজ জেলেকে উদ্ধার করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

এফআর/অননিউজ

আরো দেখুনঃ