হিলিতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষ্যে আলোচনা ও দোয়া মাহফিল
হিলি প্রতিনিধি।।
পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষ্যে দিনাজপুরের হিলিতে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। হাকিমপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবীর তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন বক্তারা। আলোচনাসভা শেষে ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষ্যে দোয়া খায়ের অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন মসজিদের ঈমাম মুয়াজ্জিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলমের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন, হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল বাশার, উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার মেজবাহুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেনসহ অনেকে।
আয়েশা আক্তার/অননিউজ24।।