মানবতাবিরোধী অপরাধের মামলায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ
মঈন উদ্দিন রায়হান, ময়মনসিংহ।।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মানবতাবিরোধী অপরাধের মামলায় আরও তিন রাজাকারকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। পরে শুক্রবার সকালে তাদের ময়মনসিংহ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন-আঠারবাড়ি ইউনিয়নের ইটাউলিয়া গ্রামের প্রয়াত ইন্তাজ আলীর ছেলে হাবিবুর রহমান মেনু মিয়া (৭৮), জাটিয়া ইউনিয়নের ফানুর গ্রামের প্রয়াত আবদুল হামিদ ফকির ইমান আলীর ছেলে মো. আবদুল মান্নান ক্বারী (৯২) এবং সোহাগী ইউনিয়নের প্রয়াত আবদুল গফুরের ছেলে মো. আবদুল হান্নান (৬৮)। তিনজনকেই নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার ঈশ্বরগঞ্জ থানা পুলিশ ও ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে তিন মানবতাবিরোধী অপরাধী তারা মিয়া, মো. রুস্তম আলী ও সৈয়দ মোস্তাফিজুর রহমানকে গ্রেফতার করে।
বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. আবদুল কাদের মিয়া বলেন, বৃহস্পতিবার (২১ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঈশ্বরগঞ্জের ১২ রাজাকারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। ইতোমধ্যে ৬ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।