টাঙ্গাইলে ডেঙ্গুতে একজনের মৃত্যু

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুলাই) হাসপাতালের তত্ত্বাবধায়ক খন্দকার সাদেকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল ৭টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত ব্যক্তি দেলদুয়ার উপজেলার হিংগানগর গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে আলমগীর মিয়া (৫২)।

স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, জেলা গত ২৪ ঘণ্টায় নতুন করে ২১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত জেলায় ডেঙ্গুতে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩০২ জন ও সুস্থ হয়েছেন ২৩৮ জন। বিভিন্ন হাসপাতাল চিকিৎসাধীন রয়েছেন ৬৪ জন।

এদিকে নতুন আক্রান্তদের মধ্যে রয়েছেন টাঙ্গাইল সদর উপজেলায় ৯ জন, নাগরপুরে পাঁচজন, মির্জাপুর, সখীপুর ও গোপালপুরে দুজন ও মধুপুরে একজন।

তত্ত্বাবধায়ক খন্দকার সাদেকুর রহমান জানান, বুধবার (২৭ জুলাই) বিকেলে ৩টায় হাসপাতালে জ্বর নিয়ে ভর্তি হন্ আলমগীর। পরে পরীক্ষা-নিরীক্ষার পর আলমগীর ডেঙ্গুতে আক্রান্ত বলে শনাক্ত হয়। তবে বৃহস্পতিবার সকাল ৭টার দিকে তার মৃত্যু হয়।

এফআর/অননিউজ

আরো দেখুনঃ