নড়াইলের মাইজপাড়া বাজার বণিক সমিতির নির্বাচন
নড়াইল প্রতিনিধি।।
নড়াইল সদর উপজেলার মাইজপাড়া বাজার বণিক সমিতির নির্বাচন উৎসবমূখর ও শান্তিপুর্ণভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে মাইজপাড়া ইউপি চেয়ারম্যান ও বাজারের ব্যবসায়ী জসিম মোল্যা আনারস প্রতীকে ২০০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তাঁর একমাত্র প্রতিদ্ব›িদ্ব মাইজপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাজারের ব্যবসায়ী মোঃ জিল্লুর রহমান ছাতা প্রতীকে পেয়েছেন ১৫৭ ভোট। সাধারণ সম্পাদক পদে মোঃ আশরাফুল আলম হান্নান তালা প্রতীকে ২১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এছাড়া সহ-সভাপতি পদে উজ্জ্বল মোল্যা বল প্রতীকে ২০০ ভোট, সহ-সাধারণ সম্পাদক পদে জিয়াউর রহমান কলস প্রতীকে ১৮১ ভোট, কোষাধ্যক্ষ পদে কিশোর কর্মকার মাছ প্রতীকে ১৮৯ ভোট নির্বাচিত হয়েছেন।
এছাড়া সদস্য পদে অবতার রায়, আবু হাসান মোল্যা, জামিনুর মোল্যা, প্রদীপ কুমার সাহা, প্রভাত কুমার দে, মোঃ আব্দুল্লাহ শিমুল, মোঃ বাচ্চু মোল্যা, মোঃ মুকুল মোল্যা, মোঃ মোজাহিদুর রহমান পলাশ ও শিমুল মিয়া নির্বাচিত হয়েছেন। শনিবার (২৯ জুলাই) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে মাইজপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে ভোট প্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৩৬৬ জন ভোটারের মধ্যে ৩৫৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন মাইজপাড়া বাজার বণিক সমিতি নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার সদর উপজেলা সমাজসেবা অফিসার উত্তম সরকার। ফলাফল ঘোষণাকালে বিজয়ী ও পরাজিত প্রার্থী, ভোটারসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
এফআর/অননিউজ