চান্দিনায় আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের মাঝে বৃক্ষ ও খাদ্যশস্য বিতরণ

কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লার চান্দিনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার আশ্রয়ন প্রকল্পের পুনর্বাসিত পরিবারের মাঝে বৃক্ষরোপন কর্মসূচী ও খাদ্যশস্য বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকেলে চান্দিনা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের উদ্যোগে উপজেলার কেরনখাল ইউনিয়নের ছয়গরিয়া গ্রামে পাওয়ার প্লান্ট সংলগ্ন এলাকায় অবস্থিত আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের মাঝে ১০ কেজি চাউল,১কেজি ডাল,১কেজি তেল,২ কেজি আলু ও ২টি ফলের চারা বিতরণ করা হয়।

এছাড়া উপজেলা কৃষি অধিদপ্তর থেকে সার ও কীটনাশক প্রদান করা হয়।পরে এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন কুমিল্লায় নবযোগদানকৃত জেলা প্রশাসক খন্দকার মু.মুশফিকুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী, মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার, সহকারী কমিশনার ভূমি উম্মে হাবিবা মজুমদার, পৌর মেয়র শওকত হোসেন ভূইয়া,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দেবেশ চন্দ্র দাস, কেরনখাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুমন ভূইয়া প্রমুখ।পরে জেলা প্রশাসক সুবিধাভোগীদের ঘর পরিদর্শন ও কুশল বিনিময় শেষে গাছের চারা রোপণ করেন।

এসকেডি/অননিউজ

আরো দেখুনঃ