শোক দিবসে জেলা প্রশাসন ও জেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে চেক বিতরণ
নিজস্ব প্রতিবেদক
স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্টোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের মাঝে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে ১০৯ জনের মাঝে ৫৪ লক্ষ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করেন এবং আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার। এর আগে অনুষ্ঠান শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তাঁর পরিবারের শহিদ সদস্যদের জন্য মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক খন্দচার মু: মুশফিকুর রহমান এর সভাপত্বিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. আমিনুল ইসরাম টুটুল, অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক জেড এম মিজানুর রহমান। উক্ত অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক, নির্বাহী অফিসার সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।