মুরাদনগরে জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
মুরাদনগর, কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লার মুরাদনগরে দীর্ঘ ২৫ বছর পর জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার বিকালে কোম্পানীগঞ্জ বাজারের সিএনজি স্টেশন মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয় । উপজেলার জাতীয় পার্টির আহ্বায়ক হাজী মো শহিদুল ইসলামের সভাপতিতে¦ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পার্টির প্রেসিডিয়াম সদস্য আলমগীর হোসেন সিকদার লোটন।সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির যুগ্ম-মহাসচিব ও কুমিল্লা উত্তর জেলার আহ্বায়ক কুমিল্লা-০২ হোমনা আসনের সাবেক এমপি মো. আমির হোসেন ভূইয়া।
সাদেকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান লুৎফুর রেজা খোকন, যুগ্ম-মহাসচিব ফখরুল হাসান শাহজাদা, সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা উত্তর জেলার সদস্য সচিব সৈয়দ মোঃ ইফতেখার আহসান হাসান, সাংগঠনিক সম্পাদক এডভোকেট ইউসুফ আজগর, সমাজকল্যান সম্পাদক মোঃ গোলাম মোস্তফা, ছাত্র বিষয়ক সম্পাদক জামাল উদ্দিন, কেন্দ্রীয় সদস্য মো. আলমগীর হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুঞ্জুরুল ইসলাম শামীম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. এরশাদ, কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক মমতাজ উদ্দিন, কেন্দ্রীয় কমিটির সদস্য মোসা. ফেরদৌসী বকুল, কুমিল্লা উত্তর জেলার সদস্য নাজমা আক্তার, মুরাদনগর উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মো. আনোয়ার হোসেন মোল্লা, উপজেলা সিনিয়র সহ-সভাপতি চৌধুরী মো. আবুল হোসেন, জাতীয় যুব সংহতির নেতা জহিরুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলার ছাত্রনেতা দ্বীন ইসলাম ও সুজন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বাংগরা বাজার থানা জাতীয় পার্টির আহ্বায়ক মোঃ হাবিবুর রহমান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতীয় পার্টি ছাড়া নির্বাচনের বৈতরনী পার হতে পারবে না। যে দলই ক্ষমতার স্বাদ নিতে চায়, আমাদের সাথে আতাত করতে হবে। বক্তারা আরো বলেন, আমরা পূর্বের চাইতে সাংগঠনিক ভাবে আরো শক্তিশালী। দেরিতে দ্বি-বাষিক সম্মেলন করাতে আপনারা বিচলিত হবেন না।’
এফআর/অননিউজ