নড়াইলে শিক্ষার্থীদের শব্দ সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নড়াইল প্রতিনিধি।।
নড়াইলে শিক্ষার্থীদের নিয়ে শব্দ সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে পরিবেশ অধিদপ্তর নড়াইল জেলা কার্যালয়ের আয়োজনে এবং পরিবেশ অধিদপ্তরের শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের সহযোগিতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আয়োজিত প্রশিক্ষণে পরিবেশ অধিদপ্তর নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কামাল মেহেদীর সভাপতিত্বে দিক-নির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন নড়াইল জেলা পরিষদের সচিব ড. লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট লিংকন বিশ্বাস, সদর হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (ইএনটি) ডাঃ মোঃ তমিজ উদ্দিন শেখ প্রমুখ।

প্রশিক্ষণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের শব্দের মানমাত্রা অতিক্রম করে শব্দ দূষণে শারীরিক কি কি ক্ষতি হতে পারে, স্বাভাবিক শব্দের মাত্রা কত হওয়া উচিত, কোথায় কোথায় হর্ণ বাজানো নিষেধ এবং শব্দদূষণের কারনে কি কি সাজা হতে পারে, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়ায় শব্দ দূষণ নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধির উপর গুরত্বারোপ করা হয়।

নড়াইল পৌর এলাকার নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়, নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, পৌর মাধ্যমিক বিদ্যালয় ও নড়াইল টেকনিক্যান স্কুল এন্ড কলেজের ৩ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এসময় এসকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

এফআর/অননিউজ

আরো দেখুনঃ