মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে নেশাজাতীয় এম্পোলসহ ৮জনকে আটক
সালাহউদ্দিন বকুল, হিলি প্রতিনিধি।।
হিলিতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে নেশাজাতীয় এম্পোলসহ ৮জনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের ৩মাস করে কারাদন্ড দেয় ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দুপুরে হিলির মাদক অধ্যুষিত চুড়িপট্টি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের সকলের বাড়ি জয়পুরহাট ও হিলির বিভিন্ন এলাকায়।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল বাশার বলেন, হিলির সীমান্তবর্তী চুড়িপট্টি এলাকায় জনৈক মরিয়মের বাড়িতে মাদকসেবীরা একত্রিত হয়ে মাদকসেবন করছে এমন সংবাদ পায় পুলিশ। সেই সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল আজ দুপুরে ওই বাড়িতে অভিযান চালায়। এসময় সেখান থেকে নেশাজাতীয় এম্পোল ৩০পিস ও ঘুমের ইঞ্জেকশন ১শ পিসসহ ৮জন মাদকসেবীকে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিকসহ কয়েকজন পালিয়ে যায়। এসময় ঘটনাস্থলেই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদের সকলকে ৩মাস করে কারাদন্ড প্রদান করেন। পরে তাদের সকলকে দিনাজপুর কারাগারে প্রেরন করা হয়েছে।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।