সোনাগাজীতে কমিউনিটি পুলিশিং ডে পালিত
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি।।
মুজিব বর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রতি’ এই স্লোগানকে সামনে রেখে সোনাগাজী মডেল থানার উদ্যোগে শনিবার কমিউনিটি পুলিশিং ডে’ পালন করা হয়েছে। সোনাগাজী মডেল থানার ওসি মো. সাজেদুল ইসলামের সভাপতিত্বে এবং ওসি (তদন্ত) আবদুর রহিম সরকারের সঞ্চালনায় থানার মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার, ফেনী-৩ আসনের সাংসদ লে. জেনারেল অব. মাসুদ উদ্দিন চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এএম জহিরুল হায়াত, সোনাগাজী পৌরসভার মেয়র, অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন, উপজেলা আ.লীগের সভাপতি অধ্যাপক মফিজুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান সাখাওয়াতুল হক বিটু, জোবেদা নাহার মিলি ও উপজেলা কমিউনিটি পুলিশিং’র সাধারণ সম্পাদক হাজী মো. আবু সুফিয়ান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আমিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল আলম জহির, ওলামা বাজার দারুল উলুম হোসাইনিয়া মাদ্রাসার সহকারি পরিচালক মাও. মোজাম্মেল হক, পৌর যুবলীগের সভাপতি নাছির উদ্দিন অপু ও উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সমর দাস প্রমুখ।
আয়েশা আক্তার/অননিউজ24