ছাত্রের হাতে শিক্ষক লাঞ্ছিতের প্রতিবাদে নড়াইলে শিক্ষকদের মানববন্ধন
নড়াইল প্রতিনিধি।।
চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি (ভিজে) উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসির নির্বাচনী পরীক্ষা চলাকালে অসাধুপায় অবলম্বন করায় এক ছাত্রের খাতা নিয়ে নেয়ায় ছাত্র কর্তৃক শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিতের প্রতিবাদে ফূসে উঠেছে নড়াইলের শিক্ষক সমাজ। ন্যাক্কারজনক এ ঘটনায় শিক্ষক সমাজের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত ওই ছাত্রকে স্কুল থেকে দ্রæত বহিষ্কার সহ আইনগত ব্যবস্থা গ্রহণ ও শিক্ষকদের সুরক্ষার দাবিতে গত দুদিন ধরে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও নড়াইল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
মঙ্গলবার (১০অক্টোবর) সকাল ৯টায় বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি নড়াইল জেলা শাখার আয়োজনে আদালত সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য দেন নড়াইল সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়দার আলী, বাংলাদেশ সরকারী মাধ্যমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক এস.এম,এ জলিল, নড়াইল জেলা শাখার সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
বক্তারা বলেন, ‘চুয়াডাঙ্গা ভিজে স্কুলের নির্বাচনী পরীক্ষা চলাকালে সাইফুল আমিন শীষ নামে এক ছাত্র অসাধুপায় অবলম্বন করলে খাতা কেড়ে নেন শিক্ষক হাফিজুর রহমান। এতে ছাত্র ও শিক্ষকের মধ্যে বাকতিন্ডতা হয়। এক পর্যায়ে শিক্ষক হাফিজুর রহমানকে চড়-থাপ্পড় মরেন ছাত্র সাইফুল আমিন শীর্ষ। জাতি গড়ার কারিগর শিক্ষককে এভাবে লাঞ্ছিতের ঘটনা চরম ন্যাক্কারজনক। বিভিন্ন সময়ে অভিভাবকদের হাতেও শিক্ষকদের লাঞ্ছিত হতে হয়। শিক্ষা ক্ষেত্রে শিক্ষক সুরক্ষা আইনের প্রয়োজন। অন্যথায় শিক্ষক সমাজ কর্মক্ষেত্রে নিরাপত্তাহীনতায় ভূগবে। বক্তারা অবিলম্বে ওই ছাত্রকে বিদ্যালয় থেকে বহিষ্কার এবং আইনের আওতায় আনার দাবি জানান।
এদিকে এ ঘটনায় শিক্ষক সমাজের পাশাপাশি বিভিন্ন শ্রেণীপেশার মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ বিভিন্ন ভাবে প্রতিবাদ অব্যাহত রয়েছে।
এফআর/অননিউজ