যুক্তরাষ্ট্রের লিউইস্টনে ভয়াবহ বন্দুক হামলা, নিহত ২২

অনলাইন ডেস্ক।।

যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যের লিউইস্টনে একাধিক স্থানে বন্দুক হামলায় অন্তত ২২ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার (২৫ অক্টোবর) রাতে হামলার এ ঘটনা ঘটেছে।

বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, একটি বার এবং ওয়ালমার্টের ডিসট্রিবিউশন সেন্টারসহ বিভিন্ন স্থানে চালানো এ বন্দুক হামলার ঘটনায় ৫০-৬০ জন গুলিবিদ্ধ বা আহত হয়েছেন।

লিউইস্টন সিটি কাউন্সিলর রবার্ট ম্যাকার্থি সিএনএনকে নিশ্চিত করেছেন, বুধবার রাতে দুই জায়গায় বন্দুক হামলার ঘটনায় ২২ জন নিহত হয়েছেন।

স্থানীয় পুলিশ অফিসের এক ফেসবুক পোস্টে বলা হয়েছে, এ ঘটনায় ‘সন্দেহভাজন’ এক হামলাকারী এখনও পলাতক রয়েছে। যদিও কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এই হামলার সঙ্গে অন্তত দুই ব্যক্তি জড়িত। তবে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

হামলাকারীকে ধরতে অভিযান চলছে জানিয়ে, ঘটনার তদন্ত চলাকালীন ওই এলাকার সব দোকান বা ব্যবসা প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ রাখার অনুরোধ করেছে পুলিশ।

এছাড়া মেইন অঙ্গরাজ্য পুলিশও বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছে। ফেসবুক পোস্টে তারা বাসিন্দাদের উদ্দেশে বলেছে, ‘অনুগ্রহ করে দরজা বন্ধ করে দিয়ে বাড়ির ভেতরে থাকুন। যদি কোনো সন্দেহজনক কার্যকলাপ বা ব্যক্তিদের দেখতে পান, দয়া করে ৯১১ (জরুরি সেবা নম্বর) এ কল করুন।’

লিউইস্টন পোর্টল্যান্ড থেকে প্রায় ৩৬ মাইল উত্তরে অবস্থিত এবং রাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর।

এদিকে, গোলাগুলির ঘটনার পর এবং হামলাকারী পলাতক থাকায় লিউইস্টনের আশপাশের দু’একটি শহরেও সতর্কতা জারি এবং বাসিন্দাদের নিরাপদ জায়গায় থাকতে বলা হয়েছে।

এফআর/অননিউজ

আরো দেখুনঃ