সিরাজগঞ্জের সলঙ্গায় ২মাদক কারবারী আটক-মোটর সাইকেল জব্দ
সিরাজগঞ্জ প্রতিনিধি।।
গোপন সাংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মিঃ জন রানা এর নেতৃত্বে স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন হাটিকুমরুল রোডস্থ ফুডভিলেজের সামনে অভিযান পরিচালনা করে ৬ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এবং একটি মোটর সাইকেল জব্দ করেন এসময় তাহাদের কাছে থাকা মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ২ টি মোবাইল ফোন এবং নগদ এক হাজার দুইশত টাকাও জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামী কুরুশা, ফিরুশা গ্রামের আশরাফুলের ছেলে রনি মিয়া এবং কেসি লক্ষীপুর, উত্তরপাড়ার আমজাদ আলীর ছেলে মনিরুল ইসলামকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণীর ১৯ (খ) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাদেরকে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।
আয়েশা আক্তার/অননিউজ24