স্কুল শিক্ষার্থীদের হ্যান্ডবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
খাগড়াছড়ি প্রতিনিধি।।
খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের পড়ালেখা পাশাপাশি শারীরিক চর্চা অব্যাহত রাখার জন্য হ্যান্ডবল প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার খাগড়াছড়ি জেলা ক্রীড়া অফিস আয়োজনে ক্রীড়া পরিদপ্তর প্রণীত বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২৩-২৪ এর আওতায় গুইমারা গভ. মডেল হাই স্কুলে শিক্ষার্থীদের অংশগ্রহণে হ্যান্ডবল প্রতিযোগিতা হয়। পরে গুইমারা গভ. মডেল হাই স্কুলের হল রুমে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গুইমারা উপজেলার নির্বাহী অফিসার রাজীব চৌধুরী।
গুইমারা গভ. মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক বাবলু হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রিড়া অফিসার মোঃ আফাজ উদিন, হাসান আলী, মনির হোসেন,উজ্জল চৌধুরীসহ অন্যান্য অতিথিবৃন্দ।
হ্যান্ডবল প্রতিযোগিতায় ৬টি শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবের ৭২ জন খেলোয়াড় এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দরা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার দেয়া হয়।
এফআর/অননিউজ