ভূমধ্যসাগরে মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫

পূর্ব ভূমধ্যসাগরে একটি মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে পাঁচ মার্কিন সেনা নিহত হয়েছেন।

স্থানীয় সময় রোববার (১২ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।

মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, পূর্ব ভূমধ্যসাগরে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ওই পাঁচজন মার্কিন সেনা সদস্য নিহত হন। তারা রুটিন প্রশিক্ষণ অনুশীলনের অংশ হিসাবে রিফুয়েলিং করার সময় সেটি দুর্ঘটনার শিকার হয়।

অবশ্য হেলিকপ্টারটি কোথা থেকে উড়ছিল বা কোথায় বিধ্বস্ত হয়েছে তা মার্কিন সামরিক বিবৃতিতে উল্লেখ করা হয়নি।

এ ঘটনার পর প্রেসিডেন্ট জো বাইডেন নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। তিনি বলেন, ‘আমরা নিহত সকল যোদ্ধার পরিবারের জন্য প্রার্থনা করছি।’

ইসরায়েল-হামাসের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই অঞ্চলে নিরাপত্তা কার্যক্রম জোরদার করেছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলিদের সমর্থনে পূর্ব ভূমধ্যসাগরে সামরিক শক্তি বাড়িয়েছে দেশটি। দুটি বিমানবাহী রণতরীসহ ব্যাপক সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে।

এছাড়া ইসরায়েলে গোলাবারুদ সরবরাহ করার পাশাপশি এই অঞ্চলে সামরিক মহড়াও শুরু করেছে যুক্তরাষ্ট্র।

এফআর/অননিউজ

আরো দেখুনঃ