পঞ্চগড়ে ভার্চ্যুয়ালি জনসভা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

পঞ্চগড় প্রতিনিধি।।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র নৌকার পক্ষে ভোট চেয়ে দ্বিতীয় দিনের মতো পঞ্চগড়ের সাথে ভার্চ্যুয়ালি জনসভা করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার সময় পঞ্চগড় চিনিকল মাঠে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষদের সাথে যুক্ত হন প্রধানমন্ত্রী। এসময় জয় বাংলা ও নৌকার স্লোগানে মুখরিত হয়ে উঠে পঞ্চগড় চিনিকল মাঠ। প্রধানমন্ত্রী তার স্বাগত বক্তব্য শেষে পঞ্চগড়ের দুইটি আসনের বর্তমান অবস্থা ও নির্বাচন কেন্দ্রীক অবস্থা শুনেন পঞ্চগড় জেলা আওয়ামীলীগের সভাপতি ও রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের কাছ থেকে। এসময় প্রায় কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থকেরা এই নির্বাচনী জনসভায় শোভাযাত্রা নিয়ে অংশগ্রহণ করেন।

এসময় প্রধানমন্ত্রী শুভেচ্ছা বক্তব্যে দেশ ও জাতীয়র উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন।

এসময় উপস্থিত ছিলেন, পঞ্চগড়-১ আসনের নৌকার মনোনিত প্রার্থী নাঈমুজ্জামান ভুঁইয়া মুক্তা, আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু সারোয়ার বকুল, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমিরুলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এফআর/অননিউজ

আরো দেখুনঃ