নড়াইলে ‘স্মার্ট বাংলাদেশ ও গণমাধ্যম বিষয়ক’ সেমিনার অনুষ্ঠিত

নড়াইল প্রতিনিধি।।

নড়াইলে ‘স্মার্ট বাংলাদেশ ও গণমাধ্যম বিষয়ক’ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আঞ্চলিক তথ্য অফিস, খুলনা ও নড়াইল জেলা প্রশাসনের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

খুলনা পিআইডি’র উপ-প্রধান তথ্য অফিসার এএসএম কবীরের সভাপতিত্বে সভায় দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন প্রধান অতিথি নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, বিশেষ অতিথি নড়াইল পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী।

সহকারি তথ্য অফিসার মো: আতিকুর রহমান মুফতির সঞ্চালনায় সেমিনারে পাওয়ার প্রেজেন্টারে তথ্য উপস্থাপন করেন খুলনা পিআইডি অফিসের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ মেহেদী হাসান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, সাধারন সম্পাদক মীর্জা নজরুল ইসলাম, নড়াইল কন্ঠের সম্পাদক কাজী হাফিজুর রহমান, সিনিয়র সাংবাদিক মলয় কান্তি নন্দী প্রমুখ।

বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ থেকে ২০৪১ সাল নাগাদ স্মার্ট বাংলাদেশে রূপান্তর হবে। স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার পরিকল্পনা এ শতাব্দীর সবচেয়ে গুরুত্বপূর্ণ দূরদৃষ্টি সম্পন্ন সিদ্ধান্ত। স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে গণমাধ্যমকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। সকলের আন্তরিক চেষ্টায় ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ একটি স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে।
.
সেমিনারে নড়াইল জেলায় কর্মরত ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইনে কর্মরত গনমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

এফআর/অননিউজ

আরো দেখুনঃ