বঙ্গবন্ধুর জম্মবাষির্কি উপলক্ষে কুড়িগ্রামে ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান

কুড়িগ্রাম প্রতিনিধি।।

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় তিন শতাধিক রােগীকে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যেম অসহায় রােগীদের চিকিৎসা সেবা দেয়া হয়েছে।

সােমবার সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা আশার উদ্যাগে রাজারহাট উপজেলা সম্তবিত স্বাস্য কেদ্রে অসহায় ও দরিদ্র জনগােষ্ঠীর মাঝে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ঔষধ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়েছে।

এ সময় উপস্তিত ছিলেন, রাজারহাট উপজলার সাবেক উপজেলা চেয়ারম্যান আবুনুর মােহাম্মদ আক্তারুজ্জামান, আশার কুড়িগ্রাম সিনিয়র ডিসট্রিক্ট ম্যানেজার মাে: রফিকুল ইসলাম, রাজারহাট ব্রাঞ্চের রিজিওনাল ম্যানেজার মােঃ আব্দুল আউয়াল, রাজারহাট সম্বিত স্বাস্য কেদ্রের চিকিৎসক ডা: সুয়জ এলবার্ট মারান্ডী, ক্লিনিক্যাল ফিজিওথরাপিস্ট ডা: কে এম কােরবান আলীসহ আরাে ১৪ জন সহযাগী স্বাস্যকর্মী।

দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পে প্রায় তিন শতাধিক হতদরিদ্র ও সুবিধা বঞ্চিত রােগীকে বিনামূল্য ডায়াবটিকস পরিক্ষা, রক্তচাপ পরিমাপ, ফিজিওথরাপি সেবা, পরামর্শসহ ঔষধ প্রদান করা হয়েছে।

এফআর/অননিউজ

আরো দেখুনঃ