তরুণদের মেধাবিকাশে নৈতিকতা শীর্ষক মোটিভেশনাল সেমিনার

সাজ্জাদ হোসেন, মুরাদনগর।।

তরুণদের মেধাবিকাশে নৈতিকতা চর্চা ও তাদের মনের যতেœ মেডিটেশন শীর্ষক মোটিভেশনাল সেমিনার অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন বলীঘর ইমামিয়া আস্তানা শরীফের উদ্যোগে শনিবার দুপুরে স্থানীয় হুজুরী শাহ্ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ওই সেমিনার অনুষ্ঠিত হয়।

বিশিষ্ট শিক্ষাবিদ ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব গোলাম কিবরিয়া সরকারের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম সুফী স্পিরিচুয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান খাজা ওসমান ফারুকী খাজাজী। মুখ্য আলোচক ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম হাক্কানী। বিশেষ অতিথি ছিলেন প্রফেসর ড. নূরে আলম চিশতী আল ইমামী, আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান মোহাম্মদ আজহারুল ইসলাম। অনুষ্ঠান উপস্থাপনা করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য ওসমান গনী।

প্রধান অতিথির বক্তব্যে খাজা ওসমান ফারুকী খাজাজী বলেন, পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো, ভালো মানুষ হয়ে বেঁচে থাকবো, সুন্দর মানুষ হয়ে বেঁচে থাকবো, নমাজ পড়বো, রোজা রাখবো। সমাজের সকলকে ভালোবাসা নৈতিক দায়িত্ব। বুদ্ধির বিকাশ করতে হলে খেলাধুলা করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে ড. নূরে আলম চিশতী আল ইমামী বলেন, সকলে নৈতিকতা মেনে চলতে হবে। মানুষ সব সময় উপরে উঠে। আমরা মানুষ, আমরা উদ্ভাবক। আমরা সৃষ্টি করতে পারি। তোমরা এসব মেনে চললে পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে।

একে/অননিউজ24

আরো দেখুনঃ