নড়াইলে ব্যাংকার-উদ্যোক্তাদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

নড়াইল প্রতিনিধি।।

নড়াইলে কুটির, ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তাদের (সিএমএসএমই) মাঝে অর্থায়ন বৃদ্ধিতে ব্যাংকার ও উদ্যোক্তাদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালা শেষে উদ্যোক্তাদের মাঝে প্রায় দুই কোটি টাকার ঋণের চেক বিতরণ করা হয়।

মঙ্গলবার (১১ জুন) দুপুরে শহরের আলাদাতপুর একটি গেস্ট হাউজ মিলনায়তনে বাংলাদেশ ব্যাংক খুলনার সার্বিক তত্ত্বাবধানে ও লীড ব্যাংক হিসেবে পূবালী ব্যাংকের আয়োজনে কর্মশালা অনুষ্ঠিত হয়। পূবালী ব্যাংক পিএলসি আঞ্চলিক কার্যালয় খুলনার উপমহাব্যবস্থাপক মো. মুশফিকুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংক খুলনার নির্বাহী পরিচালক এস.এম. হাসান রেজা।

বিশেষ অতিথি বাংলাদেশ ব্যাংক খুলনার অতিরিক্ত পরিচালক মো. মনজুর রহমান, সোনালী ব্যাংক পিএলসি প্রিন্সিপাল অফিস নড়াইলের উপ-মহাব্যবস্থাপক মনোতোষ সরকার। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সোনালী ব্যাংক পিএলসি নড়াইল শাখার এজিএম এ.আর.এম রকিবুল ইসলাম, রূপালী ব্যাংক নড়াইল কর্পোরেট শাখার এজিএম সঞ্জয় সিকদার, ইসলামী ব্যাংক নড়াইল শাখার ব্যবস্থাপক মো. আজিজুল ইসলাম, জনতা ব্যাংক নড়াইল শাখার ব্যবস্থাপক সাইফুর রহমান, পূবালী ব্যাংক নড়াইল শাখার ব্যবস্থাপক মো. মুনছুর আলী, উদ্যোক্তা শাহরিয়ার আলম মুক্ত, নজরুল ইসলাম খোকন প্রমুখ।

কর্মশালায় বক্তারা বলেন, কুটির, ক্ষুদ্র, ছোট ও মাঝারি (সিএমএসএমই) খাত থেকে উদ্যোক্তারা বিভিন্ন ব্যাংক থেকে স্বল্প সুদে ঋণ নিয়ে সঠিক পরিকল্পনা মাফিক খামার গড়ে তুলতে পারে। এছাড়া ব্যবসা-বাণিজ্য করে খুব সহজেই আর্থিকভাবে লাভবান হতে পারে। উদ্যোক্তারা আর্থিকভাবে লাভবান হলে বাংলাদেশও এগিয়ে যাবে। বর্তমান সরকারের স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্নকে বাস্তবায়ন করতে আমাদেরও স্মার্ট উদ্যোক্তা তৈরি করতে হবে। প্রযুক্তিকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে হবে। উদ্যোক্তারা যাতে কোন প্রকার ভোগান্তি ছাড়া খুব সহজেই ঋণ পায় সে ব্যাপারে বিভিন্ন ব্যাংকের কর্মকর্তাদের প্রতি অনুরোধ জানানো হয়। কর্মশালা শেষে নড়াইলের বিভিন্ন ব্যাংকের শাখার মাধ্যমে ৯জন উদ্যোক্তার মাঝে ১ কোটি ৯৩ লাখ ৯০ হাজার টাকার ঋণ বিতরণ করা হয়।

কর্মশালায় নড়াইলের বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা ও উদ্যোক্তারা অংশগ্রহণ করেন।

একে/অননিউজ২৪

আরো দেখুনঃ