লালমাই ১০০ বছরে পুরাতন ঈদগাহের প্রধান ফটক শুভ উদ্বোধন ।

আজহারুল ইসলাম, ( লালমাই ) কুমিল্লা প্রতিনিধি..

ঐতিহ্যবাহী প্রায় ১০০ বছরে বেশি পুরানো কেন্দ্রীয় মগুয়া ঈদগারে মাঠের প্রধান ফটক উদ্বোধন করেন মগুয়া ঈদগার মাঠের সভাপতি জনাব হাফেজ আহমেদ সোহেল ।

রবিবার ১৬ (জুন )বৃহত্তর কুমিল্লা লালমাই পেরুল দক্ষিণ ইউনিয়ন অবস্থিত। প্রায় শতবর্ষের পুরাতন ঈদগাহের মাঠের
নবনির্মিত প্রধান ফটক ঈদুল আযহাকে সামনে রেখেই উদ্বোধন করা হয়েছে । এতেই উপস্থিত ছিলেন সভাপতিসহ মগুয়া ঈদগাহ মাঠের কমিটিবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ঈদগাহের সম্মানিত খতিব হুজ্জাতুল ইসলাম ।এবং আরো উপস্থিত ছিলেন অত্র এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ।

বক্তব্য কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সভাপতি হাফেজ আহমেদ সোহেল বলেন, অত্র এলাকায় এত বড় পুরাতন ঈদগাহের আর নেই । সভাপতি হয়েছে নিজেকে তিনি ধন্য মনে করেন এবং তিনি ভবিষ্যতে আরো উন্নয়ন কাজ করার জন্য এলাকাবাসীকে আশ্বাস দিয়েছেন।

নবনির্মিত কেন্দ্রীয় ঈদগাহ কাজের ব্যয় পরিমাণ প্রায় ৭লক্ষ ৫০হাজার টাকা আর বর্তমানে ৫লক্ষ টাকায় কাজ সমাপ্তি করেছে।

কেন্দ্রীয় ঈদগাহ মাঠেই মোট ছয় গ্রামেরই,দুই ঈদের নামাজেই প্রায় ১০ হাজার মুসল্লী একসাথে জামাতে সাথে নামাজ আদায় করতে পারেন।

এআই/অননিউজ২৪

আরো দেখুনঃ