কমপ্লিট শাটডাউনে ঘোড়াঘাটে সতর্ক অবস্থানে প্রশাসন

আনলাইন ডেস্ক।।

দিনাজপুরের ঘোড়াঘাটে কোটা সংস্কার আন্দোলনের কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে ২ প্লাটুন বিজিবি মোতায়েন সহ সতর্ক অবস্থানে রয়েছেন উপজেলা প্রশাসন ও ঘোড়াঘাট থানা পুলিশ।

কোটা সংস্কার আন্দোলনে পুলিশ, বিজিবি, র‌্যাব ও সোয়াটের ন্যক্কারজনক হামলা ও খুন, খুনের বিচার ও কোটা ব্যবস্থার যৌক্তিক সংস্কার দাবিতে আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) সারা দেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হয়।

এ কর্মসূচির চলাকালে আজ দিনাজপুরের ঘোড়াঘাটে ২/১টি যাত্রীবাহী বাস চলাচল করতে দেখা গেছে। ট্রাক ও অন্যান্য যানবাহন অন্যান্য দিনের তুলনায় কম ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে ২ প্লাটুন বিজিবি সহ ঘোড়াঘাট থানা পুলিশ ও উপজেলা প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছেন।

এ ব্যাপারে ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান আসাদ ও উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম এর সাথে কথা হলে তারা জানান, শাটডাউন কর্মসূচিতে এ উপজেলায় যাতে আইন শৃঙ্খলার অবনতি না ঘটে সেজন্য আমরা কঠোর অবস্থানে রয়েছি।

সূত্রঃ বিডি24লাইভ
একে/অননিউজ24

আরো দেখুনঃ