সৌদি আরবে অস্ত্র বিক্রির নিষেধাজ্ঞা প্রত্যাহার যুক্তরাষ্ট্রের
আনলাইন ডেস্ক।।
সৌদি আরবের কাছে আক্রমণাত্মক ভারী অস্ত্র বিক্রির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে বাইডেন প্রশাসন। শুক্রবার (৯ আগস্ট) এক প্রতিবেদনে যুক্তরাজ্যের বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।
স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, ইয়েমেনে যুদ্ধ বন্ধ করার জন্য সৌদি আরবকে চাপ দেয়ার জন্য তিন বছরের পুরানো নীতিকে উল্টে দিয়েছে যুক্তরাষ্ট্র।
বাইডেন প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘সৌদিরা তাদের চুক্তির শর্ত পূরণ করেছে এবং আমরাও আমাদেরটি পূরণের জন্য প্রস্তুত। কংগ্রেসের উপযুক্ত নির্দেশনা ও পরামর্শের ভিত্তিতে এই বিষয়গুলোকে এখন নিয়মিত অবস্থায় ফিরিয়ে আনা হবে।’
উল্লেখ্য, আগামী সপ্তাহের প্রথম দিকে সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি শুরু হতে পারে।
সূত্রঃ বিডি24লাইভ
একে/অননিউজ24