নড়াইলে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎস পালনের প্রস্তুতি সভা

নড়াইল প্রতিনিধি।।

নিরাপদ, নির্বিঘেœ ও উৎসবমূখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপনের লক্ষ্যে নড়াইলে সরকারী কর্মকর্তা, হিন্দু ধর্মীয় নেতা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি সহ সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকালে নড়াইল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

নড়াইল সদর উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভায় সদর উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাসের সভাপতিত্বে দিক-র্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন নড়াইল আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন জামান, আনসার ও ভিডিপি জেলা কমান্ড্যান্ট বিকাশ চন্দ্র দাস, নড়াইল সদর থানার ওসি (তদন্ত) সাজেদুল ইসলাম, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাষ্টের সহকারী পরিচালক দেবাশীষ বাইন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট পঙ্কজ বিহারী ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক বাবুলাল ভট্টাচার্য্য প্রমুখ।

বক্তারা বলেন, নিরাপদ, নির্বিঘেœ ও উৎসবমূখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপনের জন্য সেনাবাহিনী, পুলিশ প্রশাসন, আনসার ভিডিপির সদস্যরা আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্ব পালন করবে। পাশাপাশি পূজামন্ডপগুলিতে কমিটির পক্ষ থেকে টীম গঠন করে সার্বক্ষণিক নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। এছাড়া সকল মন্দিরে সিসি ক্যামেরা স্থাপন, বিদ্যুতের বিকল্প হিসেবে জেনারেটরের ব্যবস্থা রাখতে হবে। মন্ডপে পুরুষ ও মহিলাদের জন্য আলাদাভাবে চলাচলের রাস্তার ব্যবস্থা রাখা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

এছাড়া সন্ধ্যার ভিতরে প্রতিমা বিসর্জন দেয়ার ব্যাপারে সভায় আলোচনা হয়। জানাগেছে, নড়াইল সদর উপজেলার ১৩টি ইউনিয়নে ২৩৬টি পূজা মন্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। প্রতিটি মন্ডপে ৬জন আনসার ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবে। তবে ঝুকিপূর্ণ মন্ডপ গুলিতে ৮ জন আনসার ভিডিপি সদস্য দায়িত্বে থাকবে।

এছাড়া সেনাবাহিনী ও পুলিশের মোবাইল টিম টহলে থাকবে।

একে/অননিউজ24

আরো দেখুনঃ