নড়াইলে ‘এইচপিভি টিকাদান’ কার্যক্রম বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত
নড়াইল প্রতিনিধি।।
নড়াইলে ‘এইচপিভি টিকাদান’ কার্যক্রম বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় বুধবার (২৩ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
স্বাগত বক্তব্য রাখেন-জেলা তথ্য অফিসার রোস্তম আলী। এছাড়া উপস্থিত ছিলেন-সিভিল সার্জন ডাক্তার আব্দুর রশিদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুব্রত কুমার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস, এনডিসি জিসান আলী, ইউনিসেফের
চাইল্ড প্রটেকশন অফিসার মুমিনুন নেছা শিখাসহ অনেকে।
সভায়, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) কিভাবে জরায়ুমুখ ক্যান্সারের সংক্রমণ ঘটায় সেই বিষয়ে আলোচনা করেন বক্তারা। আজ (২৪ অক্টোবর) থেকে শুরু হয়ে মাসব্যাপী এ কার্যক্রম চলবে। এইচপিভি সংক্রমণ থেকে বাঁচতে পঞ্চম থেকে নবম শ্রেণির ছাত্রী এবং শিক্ষা প্রতিষ্ঠানের বাইরের ১০ থেকে ১৪ বছরের কিশোরীদের এ টিকা দিতে হবে।
ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন ও টিকাকার্ড প্রিন্ট করে টিকা কেন্দ্রে যেতে হবে। সভায় গালর্সগাইড, বাংলাদেশ স্কাউট, শিক্ষক ও সাংবাদিকসহ সুধীজন উপস্থিত ছিলেন।
একে/অননিউজ24