দীর্ঘ ১৫ বছর নড়াইল সদর থানা বিএনপির কাউন্সিল সভাপতি আলেক ও সাধারণ সম্পাদক পলাশ

নড়াইল প্রতিনিধি ।।

দীর্ঘ ১৫ বছর ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নড়াইল সদর থানা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ অক্টোবর) জেলা শিল্পকলা একাডেমী অডিটোরিয়ামে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত কাউন্সিলরদের গোপন ভোটে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
সন্ধ্যার দিকে ফল গননা শেষে নির্বাচন কমিশন সভাপতি পদে বীরমুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেক, সাধারণ সম্পাদক পদে মুজাহিদুর রহমান পলাশ এবং সাংগঠনিক সম্পাদক পদে মোঃ কামরুল ইসলামকে বিজয়ী হিসেবে ঘোষণা করেন। নির্বাচনে ৭৮১ জন ভোটারের মধ্যে৭শ ৫৮ জন ভোটার ভোট প্রদান করেন। নির্বাচন পর্যবেক্ষণ করতে আসেন খুলনা বিভাগীয় বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দম ইসলাম অমিত এবং সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু।

দলীয় সূত্রে জানা গেছে, নব নির্বাচিতরা খুব দ্রæত ৭১ সদস্য বিশিষ্ট পর্ণাঙ্গ কমিটি উপহার দেবেন। সদর থানা বিএনপির কাউন্সিলে সভাপতি পদে ৩জন, ও সাধারণ সম্পাদক পদে ৩জন ও সাংগঠনিক সম্পাদক পদে ৩ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করেন। ২০০৮ সালে সম্মেলনের মাধ্যমে সর্বশেষ সদর থানা বিএনপির কমিটি গঠিত হয়। এরপর ২০২১ সালের ১৮ মে সম্মেলন ছাড়াই আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।

সম্মেলনে নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক বিএনপি নেতা সাবেক জিপি অ্যাডভোকেট গোলাম মোহাম্মদ বলেন, নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ছিল।
নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ^াস জাহাঙ্গীর আলম নড়াইলের ৭টি ইউনিটের সম্মেলনের পর আগামি নভেম্বর মাসের মধ্যেই জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে সারাদিন উৎসব মুখর পরিবেশেই নির্বাচন সম্পন্ন হয়। তবে সকালের দিকে দুজন প্র্রতিদ্ব›িদ্ব প্রার্থীর সমর্থকরা মিছিল সহকারে শিল্পকলা একাডেমী মাঠের দক্ষিণ পাশের রাস্তায় একই জায়গায় উপস্তিত হলে উত্তেজনা বিরাজ করে। এক পর্যায়ে নেতাকর্মীরা হাতাহাতিতে জড়িয়ে পড়ে। পরে অবশ্যই জেলা পর্যায়ের নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

আই/অননিউজ২৪।।

আরো দেখুনঃ