নড়াইল গরু চোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা

নড়াইল প্রতিনিধি।।

নড়াইল সদর উপজেলার তুলারামপুরে গরু চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। বুধবার ভোর রাতে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে নুরনবী ও দুলাল নামে দুজনের পরিচয় মিলেছে। তাদের বাড়ি বগুড়া জেলার শিবগঞ্জ এলাকায়। বাকি একজনের পরিচয় পাওয়া যায়নি।

নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে চারজন গরু চোর সদর উপজেলার তুলারামপুর প্রামের তরফদার বক্তিয়ার রহমান ওরফে হান্নানের বাড়িতে হানা দেয়। এ সময় বাড়িতে কুকুর ডেকে উঠলে হান্নান তরফদার টের পান। তাৎক্ষনিক আশেপাশের লোকজনকে মোবাইল করে দ্রæত তার বাড়িতে আসার অনুরোধ জানান। একই সাথে গ্রামের মসজিদের মাইকে চোর হানা দেয়ার ঘটনাটি প্রচার করা হয়। এসমন সংবাদে গ্রামের আশেপাশের লোকজনও দ্রæত বেরিয়ে আসে। বিষয়টি বুঝতে পেরে চোরচক্রের ৪ সদস্য পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিভিন্ন স্থানে লুকিয়ে থাকা অবস্থায় গ্রামের লোকজন তাদেরকে ধরে ফেলে। এসময় তাদেরকে ধাওয়া করে গণপিটুনি দেন স্থানীয়রা। গনপিটুনিতে তিনজন নিহত হন এবং একজন পালিয়ে যেতে সক্ষম হয়।

স্থানীয় খায়রুল বাশার, খশরুল আলম সহ একাধিক ব্যক্তি অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে তুলরামপুর এলাকা থেকে একাধিক কৃষকের গরু চুরি ঘটনা ঘটেছে। অনেক কৃষক গোয়ালের সব কয়টি গরু চুরি করে নেয়ার ঘটনাও ঘটেছে। এতে অনেক গরু চাষী নিঃশ্ব হয়ে পড়েছে। তুলরামপুর গ্রামের বখতিয়ার হোসেন বলেন, যশোর-ঢাকা হাইওয়ের পাশে দিয়ে যত বাড়ি আছে সবার বাড়ি থেকেই গরু চুরি হয়েছে। মাঝে মধ্যে প্রায় রাতেই নছিমনে করে গরু নিয়ে যায় চোরেরা। গ্রামবাসী বেশকিছু দিন ধরে রাত জেগে পাহারা দিয়েও ধরতে পারছে না। আজ রাতে ৩ জনকে ধরে গণ পিটুনি দিয়েছে।

এই ঘটনায় নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজেদুল ইসলাম বলেন,‘ খবর শোনার পরই সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে এসেছি। মৃতদেহগুলির সুরতহাল প্রতিবেদন শেষে নড়াইল সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত সম্পন্ন হবে। এরপর নিহতদের পরিবারের সদস্যরা যদি আমাদের সাথে যোগাযোগ কওে তাহলে তাদের কাছে মৃতদেহ হস্তান্তর করা হবে।

আই/অননিউজ২৪।।

আরো দেখুনঃ