নড়াইলে শিশু শিক্ষা প্রতিষ্ঠান হাতে খড়ি সেবা সংস্থার আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নড়াইল প্রতিনিধি।।

নড়াইলের শিশু শিক্ষা প্রতিষ্ঠান হাতেখড়ি সেবা সংস্থার উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার (৪ নভেম্বর) দুপুরে সদর উপজেলার গোবরা সাহা পাড়ায় হাতে খড়ি সেবা সংস্থা চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।

সমাজ সেবক আশিস কুমার সাহার সভাপতিত্বে ও হাতে খড়ি সেবা সংস্থার প্রধান শিক্ষক বুবলী সাহার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ^তী শীল, সদর উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ^াস, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের সহকারী পরিচালক দেবাশীষ বাইন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট পঙ্কজ বিহারী ঘোষ অন্ন, সিঙ্গাশোলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম হিটু প্রমুখ।

বক্তারা, শিশুদের প্রতিভা বিকাশে হাতে খড়ি সেবা সংস্থার শিক্ষকদের আরো আন্তরিকতার সাথে পাঠদানের অনুরোধ জানান। পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রেও তাদেরকে দক্ষ করে গড়ে তুলতে হবে।

আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে আবৃত্তি, নৃত্য সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, অভিভাবক,এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

একে/অননিউজ24

আরো দেখুনঃ