সোনাগাজীর ওলামা বাজার মাদরাসায় হামলা ও লুটের অভিযোগে মামলা

জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি।।

ফেনীর সোনাগাজীর দারুল উলুম আল হোসাইনিয়া ওলামা বাজার মাদরাসায় হুমকি, হামলা ও লুটের অভিযোগে মামলা শিক্ষক সহ সাত জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন মঈনে মুহতামিম মাও. মোজাম্মেল হক। ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২৬ নভেম্বর তিনি এ মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে এক মাসের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য ফেনীর ডিবি’র ওসিকে আদেশ দিয়েছেন এবং আগামী ২৬ডিসেম্বর আসামিদের সশরীরে আদালতে হাজীর হওয়ার নির্দেশ দিয়েছেন। মামলার আসামিরা হলেন ওই মাদরাসার শিক্ষক আবদুল হালিম, হাফেজ ইউনুস, আ.লীগ নেতা এম ফখরুল ইসলাম, হাফেজ আবু সাঈদ, ক্বারী ইব্রাহীম, আবদুল্লাহ আল নোমান ও নুরুল করিম। মামলায়য় তিনি উল্লেখ করেন, এম ফখরুল ইসলামেরর নেতৃত্বে বিগত আ.লীগ সরকারের পতনের কয়েকমাস পূর্বে মাদরাসাটি দখল করেন। শূরা ও আমেলা কমিটি তথা কওমী মাদরাসার নিয়মনীতির তোয়াক্কা না করে তথাকথিত আহবায়ক কমিটি গঠন করে ভিন্নমতের ছয়জন শিক্ষক ও বেশ কয়েকজন ছাত্রকে মাদরাসা থেকে বরখাস্ত করা হয়। এছাড়া কয়েকজন ছাত্র ও শিক্ষককে শারীরিক নির্যাতন করা হয়েছে। এসব জুলুম নির্যাতনের প্রতিবাদ করলেই ছাত্র-শিক্ষকদের ওপর নেমে আসে অমানুসিক নির্যাতন। গত ২৮ আগস্ট মাদরাসায় তার কক্ষে হামলা চালিয়ে আসামিরা নগদ টাকা, স্বর্নালঙ্কার সহ ১৩ লাখ ৫০হাজার টাকার মালামাল লুটে নেয়। উল্লেখ্য; গত ২৩ নভেম্বর মামলার বাদি মাও. মোজাম্মেল হক সহ নির্যাতিত ছাত্র ও শিক্ষকরা প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলনও করেছেন। এর আগে গত ২ অক্টোবর তিনি সোনাগাজী মডেল থানায় জিডিও করেছিলেন।

আরো দেখুনঃ