নির্জন ফসলি মাঠ পড়েছিল দুই যুবকের লাশ
কুমিল্লা (দেবিদ্বার ) প্রতিনিধি ।।
কুমিল্লার দেবিদ্বারে একটি নির্জন ফসলি মাঠ থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকাল ১০ টায় উপজেলার জাফরগঞ্জের দোয়াই জলা নামে একটি ফসিল মাঠ থেকে লাশ দুটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে দেবিদ্বার থানা পুলিশ।
নিহত হলেন, মনির হোসেন(৩২)। তিনি জাফরগঞ্জের হাজী আলি মেম্বারের বাড়ির মৃত দুলু মিয়ার ছেলে। অপরজন মোহন মিয়া(৩৫)। সে খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার রুহুল আমিনের ছেলে। দুজনে জাফরগঞ্জের স্থানীয় একটি ডিস ক্যাবল নেটওয়ার্কের কাজ করতেন।
বিষয়টি নিশ্চিত করেছেনে দেবিদ্বার ব্রাহ্মণপাড়ার সিনিয়র সহকারি পুলিশ সুপার (সার্কেল) মো. শাহিন।
স্থানীয় আরিফ হোসেন ও আব্দুর রহিম বলেন, সকাল ৭ টায় আমার শুনতে পাই লাশের খরব। পরে জালায় এসে দেখি লাশ। ধানক্ষেতের পাশের একটি খালি জায়গায় খর বিছানো। খরের উপর হয়ে পড় আছে দুটি লাশ।
জাফরগঞ্জ ইউনিয়ন পরিষদ সদস্য আমিনুল ইসলাম বলেন, ভোর সকালে আমি খবর পাই আমার বাড়ির পাশের একটি ধানের জলায় দুটি লাশ পাওয়া গেছে। তখন আমি ঘটনাস্থলে এসে পুলিশে খবর দেই।
জাফরগঞ্জ ডিস ক্যাবল নেটওয়ার্কের মালিক মোহাম্মদ বদিউল আলাম বলেন, মনির আমার অফিসে কাজ করত প্রায় ৮ বছর। মোহন কাজ করত ৪ বছর। গতকাল রাত ৭ টায় দুইজনসহ আমার সবাই এক সাথে খাবার খাই। পরে তারা যে যার মতন চলে যায়। সকাল বেলা খবর পেয়ে আমি ঘটনাস্থলে এসেছি।
নিহত মনিরের বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়িতে পড়েছে কান্নাকাটির রোল। দুই বোন ও স্ত্রীর অঝোর বিলাপে ভারী হয়ে উঠেছে তার বাড়ির আঙ্গিনা। মনিরের আছে দুই শিশু সন্তান। বড় সন্তানকে বুকে নিয়ে অঝোরে বিলাপ করছেন তার স্ত্রী রেশমা আক্তার। তিনি বলেন, আমার তো আর কেউ নাই। আমার ছেলে মেয়েরে কে দেখবো?
দেবিদ্বার ব্রাহ্মণপাড়ার সিনিয়র সহকারি পুলিশ সুপার (সার্কেল) মো. শাহিন বলেন, আমরা দু’টি লাশ উদ্ধার করেছি। মৃত্যুর কারণ জানতে লাস দুটি ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করছি। দুজনের সম্পর্কে আমরা ব্যাপক তথ্য সংগ্রহ করার চেষ্টা চলছে। তাদের গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। একজনের সাথে একটি মোবাইল ফোন পাওয়া গেছে। আমরা খুব দ্রুতই এই মারা যাওয়ার রহস্য উদঘাটন করব।