কিশোরীর শ্লীলতাহানির চেষ্টায় পঞ্চগড়ে একজনের জেল

ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ে ১২ বছরের এক কিশোরীর শ্লীলতাহানির চেষ্টায় আহমদ আলী (৫৫) নামে এক ব্যক্তিকে ভ্রাম্যমান আদালতে ৭ দিনের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধায় পঞ্চগড় সদর উপজেলার গোয়ালঝাড় বাজারে অবস্থিত সাতমেরা ইউনিয়ন পরিষদে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই জেল জরিমানা করেন পঞ্চগড় সদর উপজেলা সহকারী কমিশনার ও এক্সিউটিভ ম্যাজিস্ট্রেট মোহন মিনজি।

দণ্ডপ্রাপ্ত আহমদ আলী সাতমেরা ইউনিয়নের গোয়ালঝাড় গ্রামের বাসিন্দা।

ভ্রাম্যমান আদালতে জানা গেছে, ১২ বছরের ওই কিশোরী তার মায়ের সাথে প্রয়োজনে সাতমেরা ইউনিয়ন পরিষদে যায়। বিকেলের দিকে একায় ওই কিশোরী পরিষদের শৌচাগারে গেলে সুযোগ বুঝে আহমদ আলী নামে ওই ব্যক্তি শৌচাগারে প্রবেশ করে তার শ্লীলতাহানির চেষ্টা চালায়। মেয়েটি কান্না শুরু করলে পালানোর চেষ্টা করে আহমদ আলী। এসময় পরিষদে থাকা গ্রাম পুলিশ তাকে পালানোর সময় আটক করে। পরে উপজেলা ও থানা পুলিশকে খবর দিলে সন্ধায় ঘটনাস্থলে গিয়ে কিশোরীর স্বীকারোক্তিতে তাকে ভ্রাম্যমান আদালতে ৭ দিনে জেল দেয়া হয়। একই সাথে জরিমানা হিসেবে ১শত টাকা আদায় করা হয়। পরে ওই ব্যক্তিকে জেলা কারাগারে পাঠানো হয়।

আরো দেখুনঃ