জুড়ীতে রত্না সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিজয় দিবস উদযাপন
মোঃ জাকির হোসেন জুড়ী প্রতিনিধিঃ
মহান বিজয় দিবস, বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য ও বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ এই মহান ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে রত্না চা-বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন কর্নসূচি পালন করেন র্যালি, শিশুদের জন্য দিন ব্যাপী বিভিন্ন খেলাধুলার আয়োজন করেন প্রভাতী ক্রীড়া চক্র রত্না
রত্না সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রত্না আদর্শ উচ্চ বিদ্যালয় সহ আরো চারটি বিদ্যালয় অংশগ্রহণ করে
এসময় উপস্থিত ছিলেন রত্না চা বাগানের ব্যবস্থাপক বশির উদ্দিন, সহকারি ব্যবস্থাপক আসলাম উদ্দিন, সহকারী মাজারুল ইসলাম, রত্না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল আজিজ, নজরুল ইসলাম নয়ন, রত্না চা বাগান পঞ্চায়েত সভাপতি সুমন চন্দ্র ঘোষ , প্রভাতী ক্রীড়াচক্র, ফুটবল ক্লাবের সাধারণ সম্পাদক, সুমন রায় শিশু রুবেল আহমদ,সহ রত্না চা বাগানের নেতৃবৃন্দ আরো অনেকেই উপস্থিত ছিলেন
মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ পর্তুগাল প্রবাসী ও প্রভাতী ক্রীড়া চক্র ফুটবল ক্লাব এর প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুব হাসান সাচ্চু, আর্থিক পৃষ্ঠপোষকতায় এই আয়োজন করা হয়৷
পর্তুগাল প্রবাসী ও প্রভাতী ক্রীড়া চক্র ফুটবল ক্লাব এর প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুব হাসান সাচ্চু, বলেন ১৬ ই ডিসেম্বর।মহান বিজয় দিবস।সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা…১৯৭১ সালে যাদের মহান আত্নত্যাগেরবিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীনসার্বভৌম রাষ্ট্র তাদের রুহের মাগফিরাত কামনা করছি।শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতিরশ্রেষ্ট সন্তানদের।