কুড়িগ্রাম জলা বিএনপির আহবায়ক কমিটি অনুমোদন করায় আনদ মিছিল।
শাহীন আহমেদ, কুড়িগ্রাম।।
কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক কমিটি অনুমােদন করায় দলের চেয়ারপারসন সহ কেন্দ্রীয় নেতাদের অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে জেলা বিএনপি।
মঙ্গলবার দুপুরে জেলা বিএনপির আয়ােজনে জেলা শহরের ঘোষপাড়া থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পর কুড়িগ্রাম কলজ মাড়স্ত এক সমাবশ আহবায়ক কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান বিএনপির অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
গত সােমবার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কুড়িগ্রাম জেলা বিএনপির নতুন কমিটি গঠনের লক্ষে মােস্তাফিজুর রহমান কে আহবায়ক করে ৫ সদস্য বিশিষ্ট কমিটির অনুমােদন দেয়া হয়।
কমিটিতে আলহাজ্ব সোহেল হােসনাইন কায়কােবাদকে সদস্য সচিব, শফিকুল ইসলাম বেবুকে ১ নং যুগ্ম আহবায়ক , হাসিবুর রহমান হাসিবকে ২নং যুগ্ম আহবায়ক এবং তাসভীর উল ইসলাম কে সদস্য করা হয়ছে।
উল্লেখ্য, চলতি বছরের ৬ অক্টােবর জেলা বিএনপি’র কমিটি বিলুপ্ত করে কেন্দ্রীয় কমিটি। এর আগে ২০১৬ সালে ১৫১ সদস্য বিশিষ্ট জেলা বিএনপি’র কমিটি গঠন করা হয়।