বগুড়া সদর উপজেলা মাদরাসা শিক্ষক পরিষদের কমিটি গঠন

বগুড়া ,

বাংলাদেশ মাদরাসা শিক্ষক পরিষদ বগুড়া সদর উপজেলা শাখার সম্মেলন মঙ্গলবার নবাববাড়ী সড়কস্থ সংগঠন কার্যালয়ে বুজুর্গধামা রাহমানিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রদান অতিথি ছিলেন প্রধান অতিথি সংগঠনের উপদেস্টা ও শহর জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুল বাছেত, মহাস্থান ফাজিল মাদরাসার অধ্যক্ষ ও সংগঠনের জেলা আহবায়ক মাওলানা আবু বক্কর সিদ্দিক, অধ্যক্ষ মাওলানা রোস্তম আলী, ড. আবু সালেহ মামুন, অধ্যাপক হাবিবুর রহমান । অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মাওলানা আজাহার আলী, অধ্যক্ষ মাওলানা ইউনুস আলী, অধ্যক্ষ মাওলানা এমদাদ হোসেন, সুপার মাওলানা নাসির উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন দুনিয়াতে শান্তি পরকালে মুক্তির জন্য কুরআনের দাওয়াত সকল মানুষের কাছে পৌঁছানের জন্য সকলের প্রতি আহবান জানান। শেষে বুজর্গধামা রাহমানিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ ড. মাওলানা রেজাউল করিম কে সভাপতি ও তেলিহারা মসহিউদ্দিন আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা ইকরাম হোসেন কে সাধারন সম্পাদক করে ২১ সদস্য বিশিস্ট সদর উপজেলা মাদরাসা শিক্ষক পরিষদের কমিটি গঠন করা হয়।

আরো দেখুনঃ