স্বপ্নের মুরাদনগর তরুন প্রজন্মের ভাবনা মতবিনিময় সভায় -কায়কোবাদ
মুরাদনগর প্রতিনিধি।।
বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রতিমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেছেন, এটা কোন কোম্পানী চালানো নয়। এটা অন্য কোন সংস্থা চালানো নয়, এটা দেশ। দেশ চালানো এত সহজ নয়। সরকার যদি মনে করে ওয়ান ইলিভেনের মতো নতুন নতুন দল গঠন করে সমস্ত সমস্যা সমাধান করবে, তাহলে আপনাদের এবং আমাদের জন্য সামনে মহা বিপদ অপেক্ষা করছে। যা আমি বলতে পারছি না।
তিনি শনিবার দুপুরে কুমিল্লার মুরাদনগর ডি.আর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে স্বপ্নের মুরাদনগর তরুণ প্রজন্মের ভাবনা শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মতবিনিময় সভায় তিনি বলেন, গণতান্ত্রিক সরকার ছাড়া কোন সমস্যা সমাধান সম্ভব নয়। বিকল্প সরকার দিয়ে পৃথিবীতে কোন দিন কোন সমস্যা সমাধান হয়নি। যত সমস্যা সমাধান হয়েছে গণতান্ত্রিক সরকার দিয়ে হয়েছে। বর্তমান সরকার যদি একটি সুষ্ঠু নির্বাচন করে দিতে পারে, সে নির্বাচনের মাধ্যমে যদি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়, তাহলেই জনগণের সমস্যা সমাধান করা সম্ভব হবে।
তিনি আরো বলেন, যে সকল দল আন্দোলন করে ফ্যাসিন্ট সরকারকে বিদায় করেছে, গণতন্ত্রের স্বার্থে লড়াই করেছে, তাদের সাথে সুসম্পর্ক রেখে এবং তাদের পরামর্শ নিয়ে এ সরকারকে অবশ্যই চলতে হবে। তাহলেই আপনারা গ্রহনযোগ্যতা পাবেন।
সাবেক অধ্যক্ষ কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, কায়কোবাদের ভাই কাজী জুন্নুন বসরী, কাজী শাহ আরেফিন, হেফাজতে ইসলামের কেন্দ্রিয় প্রচার সম্পাদক গাজী ইয়াকুব ওসমানী, উপজেলা হেফাজতে ইসলামের নায়েবে আমীর হাফেজ আমিনুল ইসলাম, , রাজশাহী বিশ্বিবিদ্যালয়ের ছাত্র রোমান আহম্মেদ বাদন, শ্রীকাইল কৃষ্ণ কুমার উচ্চ বিদ্যালয়ের ছাত্র শাফায়াত হোসেন নাহিদ, কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজের ছাত্রী সোনালী আক্তার, অধ্যাপক আবদুল মজিদ কলেজের ছাত্র মাহমুদুল হাসান সিয়াম, নবীয়াবাদ মাদরাসার ছাত্র মোহাম্মদ উল্লাহ ওমায়ের। মতবিনিময় শেষে দোয়া পরিচালনা করেন, উপজেলা হেফাজতে ইসলামের আমীর মুফতি আমজাদ হোসাইন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য মোল্লা গোলাম মহিউদ্দিন, উপজেলা বিএনপির আহবায়ক মহিউদ্দিন অঞ্জন ও সদস্য সচিব মোল্লা মুজিবুল হক প্রমুখ।
এমএফ/অননিউজ