কুমিল্লার নিখোঁজের ২ দিনপর লালমাই পাহাড় থেকে শিশুর গলাকাটা লাশ উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি ।।

কুমিল্লার নিখোঁজের ২দিন পর লালমাই পাহাড় থেকে ৯ বছরের এক শিশুর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে সদর দক্ষিণ উপজেলার লালমাইয়ের চন্ডীমোড়া পাহাড় থেকে এ লাশ উদ্ধার করা হয়েছে। নিহত শিশুটির নাম রিফাত (০৯), সে বরুড়া উপজেলার জসীম উদ্দীনের ছেলে।

সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, লালমাইয়ের চন্ডীমোড়া পাহাড়ের উপর অজ্ঞাত এক শিশুর মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি থানায় নিয়ে আসে।
তিনি বলেন, রিফাত ১ ফেব্রুয়ারি নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়। তার পরের দিন ২ ফেব্রুয়ারি বরুড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
রিফাতের গলায় ও পেটে ধারালো অস্ত্রের আঘাত চিহ্ন রয়েছে বলে জানানা পুলিশের এই কর্মকর্তা। ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আরো দেখুনঃ