কুমিল্লায় বাহারের বাড়ি ও অফিসে আগুন, ভাংচুর
কুমিল্লা প্রতিনিধি।
![](https://onnews24.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার বক্তব্য দেয়ার খবরে বুধবার রাত ৯ টা থেকে গভীর রাত পর্যন্ত কুমিল্লা নগরীতে রাস্তায় ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এর পরপরই রাত ১২টার পর থেকে কুমিল্লা সদরের সাবেক এমপি বাহার, আওয়ামী লীগ নেতার দোকানসহ অফিস ভাঙচুর ও আগুন জ্বালিয়ে দিয়েছি বিক্ষুব্ধ জনতা
একটি ভিডিওতে দেখা যায়, গভীর রাতে নগরীর মুন্সেফবাড়ি এলাকায় অবস্থিত বাহারের বাড়ির সামনে তার ব্যক্তিগত অফিসে গেট ও জানালার গ্রিল ভাঙার চেষ্টা করেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এ সময় অনেকে বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করেন। একপর্যায়ে বাড়িটিতে বাহির থেকে ভাঙচুর চালান তাঁরা। পরে বাহারের বাড়ির সামনে ব্যক্তিগত অফিসের সামনে আগুন জ্বলতে দেখা যায়।
একই সময় মহানগর আওয়ামী লীগের অফিসের সামনে সমবেত হয়ে অফিসে ইটপাটকেল নিক্ষেপ করে। সেখানে সাবেক এমপি বাহারের নামে থাকা একটি ভিত্তি প্রস্তর ভেঙ্গে ফেলা হয়।
এছাড়াও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আদর্শ সদর উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান আহমেদ নিয়াজ পাভেলের শাসনগাছা এলাকার ব্যক্তিগত অফিস,দোকান ও লেবার শেডে হামলা হয়েছে। এ সময় রাস্তায় আগুন দেয়া হয়।
স্থানীয়রা বলেন, গত ৫ আগস্ট সরকার পতনের দিন মহানগর আওয়ামীলীগ অফিস ও বাহারের বাড়িতে হামলা ভাংচুর, আগুন ও লুটের ঘটনা ঘটে। ওই দিন লুট হওয়া বাহারের লাইসেন্স করা অস্ত্র এখনো উদ্ধার হয়নি। বর্তমানে সাবেক এমপি বাহার ও তার মেয়ে কুমিল্লা সিটির মেয়র ডা: তাহসিন বাহার সুচনা ভারতে অবস্থান করছেন। তাদের বিরুদ্ধে কুমিল্লার কোতয়ালী, সদর দক্ষিন, ডিএমপি ও সিএমপির বিভিন্ন থানায় দায়ের হয়েছ ডজনাধিক মামলা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা মহানগরের আহ্বায়ক আবু রায়হান বলেন, ভারতে পালিয়ে যাওয়া স্বৈরশাসক শেখ হাসিনা দেশকে নিয়ে ষড়যন্ত্র করছেন। স্বৈরাচারী শেখ হাসিনা দেশ থেকে পালানোর পরও আবার কখনো ভিডিও বার্তা, কখনো অডিও বার্তার মাধ্যমে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছেন। বিক্ষুব্ধ ছাত্র-জনতা আওয়ামী লীগের অফিস ভাঙচুর শেষে বাহারের বাড়িতে ভাঙচুর করে আগুন দিয়েছে।
বৃহস্পতিবার দুপুরে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মহিনুল ইসলাম আজ বৃহস্পতিবার সকালে সমকালকে বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আওয়ামী লীগ অফিস ও সাবেক এমপি বাহাউদ্দিনের বাড়িতে বাহির থেকে হামলা ইটপাটকেল নিক্ষেপ করা হলেও ভেতরে কেউ প্রবেশ করেনি।