সোনাগাজীতে মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন

জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি,

ফেনীর সোনাগাজীতে এক প্রবাসী সহ তিন যুবককে মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। শনিবার বিকালে উপজেলার চরদরবেশ ইউনিয়ন পরিষদের সামন তারা এ কর্মসূচি পালন করেন। এসময় বক্তব্য রাখেন স্থানীয় যুবদল নেতা মোশাররফ হোসেন, টিপু সুলতান, মোবারক হোসেন, রফিকুল ইসলাম, ইব্রাহীম ইমন, লাভন্য আক্তার ও শারমিন আক্তার প্রমুখ। তারা বলেন, চরদরবেশ ইউনিয়নের চরসাহাভিকারী গ্রামের রফিকুল ইসলামের ছেলে হারুনুর রশিদ মিয়াজী একজন সৌদি আরব প্রবাসী। গত তিন মাস পূর্বে দেশে ফিরেন। দুই মাস পূর্বে তিনি পারিবারিকভাবে বিয়ে করেন। বিয়ের খবরে ক্ষুব্ধ হয়ে তার প্রবাসী বন্ধু নুরনবী সাগরের স্ত্রী তার প্রেমের সম্পর্ক আছে দাবি করেন। পরবর্তীতে তিনি ২০২১ সালের ঘটনা দেখিয়ে হারুন, তার বন্ধু জাকির হোসেন শুভ এবং ভাই আবদুল্লাহ আল রোমেলকে আসামি করে সোনাগাজী থানায় গত ৪ ফেব্রুয়ারি নারী ও শিশু নির্যাতন দমন আইনে ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। ওই ঘটনায় হারুন ও শুভকে পুলিশ আটক করে কারাগারে পাঠায়। এলাকাবাসী অভিযোগ করেন, হারুন বিগত পাঁচ বছর যাবৎ ইরাক ও সৌদি আরবে বসবাস করেন। সাগরের বিশ্বস্ত বন্ধু হিসেবে সাগরের পরিবারের সুখে দুখে সহযোগিতা করতেন। কিন্তু প্রবাস থেকে দেশে ফিরে বিয়ে করার দু’মাসের মাথায় হারুন, তার ভাই ও অপর বন্ধুর বিরুদ্ধে বন্ধুর স্ত্রীর মামলায় জড়িয়ে হয়রানিতে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাই এলাকাবাসী মামলাটি সুষ্ঠু তদন্তের মাধ্যম ন্যায় বিচারের দাবি জানিয়েছেন।

আরো দেখুনঃ