কালিয়ায় টেক্সাস বিএনপির সাধারণ সম্পাদকের ইফতার ও দোয়া মাহফিল
নড়াইল প্রতিনিধি

যুক্তরাষ্ট্রের টেক্সাস বিএনপির সাধারণ সম্পাদক ও নড়াইলের কালিয়া উপজেলার পিরোলী গ্রামের সন্তান শেখ জহিরুল ইসলাম জহিরের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) বিকালে কালিয়া উপজেলার পিরোলী ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার পূর্ব আলোচনা সভায় পিরোলী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি জামির মোল্যার সভাপতিত্বে সভায় দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন প্রধান অতিথি কালিয়া থানা বিএনপ্#ি৩৯;র সভাপতি সরদার আনোয়ার হোসেন, বিশেষ
অতিথি কালিয়াা পৌর বিএনপ্#ি৩৯;র সাধারণ সম্পাদক সেলিম রেজা ইউসুফ, জেলা কৃষকদলের সাবেক সভাপতি রেজাউল মোল্যা, কালিয়াা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহীনুর ইসলাম, সাবেক কাউন্সিলর ইকরাম রেজা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কালিয়া থানা বিএনপির সহ-সভাপতি কিসমত হোসেন, কালিয়া থানা বিএনপির সহ-সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মিঠু, সহ-সাংগঠনিক সম্পাদক আলতাফ উদ্দিন আনসারী, পৌর যুবদলের সাবেক আহবায়ক বখতিয়ার হোসেন, হামিদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি খলিলুর রহমান, সালামাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সর্দার শাহিনুর ইসলাম,বিএনপি নেতা ফুল মিয়া, পিরোলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রহমত শেখ, যুবদল নেতা আব্দুল্লাহ শেখ, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাহফুজ বিশ্বাস, নড়াইল পৌর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ মিকাইল হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ। স্বাগত বক্তব্য দেন যুক্তরাষ্ট্রের টেক্সাস বিএনপির সাধারণ সম্পাদক কালিয়া উপজেলার পিরোলী গ্রামের সন্তান শেখ জহিরুল ইসলাম জহির।
আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা করা হয়। ইফতার মাহফিলে কালিয়া থানা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।