“”তিতাসে জোরপূর্বক জায়গা দখলের ও রাস্তা নির্মাণের পায়তারা””
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি.

কুমিল্লার তিতাসে জোরপূর্বক জায়গা দখল করে রাস্তা নির্মাণের পায়তারার অভিযোগ উঠেছে রুমেল ভূইয়া নামে এক ব্যাক্তির বিরুদ্ধে। এ ঘটনা উপজেলার বলরামপুর ইউনিয়নের উলুকান্দি গ্রামের মোস্তাক ভূইয়ার ছেলে মো. রাসেল বাদী হয়ে তিতাস থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে রাসেল জানান, উলুকান্দি গ্রামের মৃত গিয়াসউদ্দিনের ছেলে মো. রুমেল ভূইয়া আমাদের বাড়ির জায়গা জোরপূর্বক দখল ও মাটি কেটে রাস্তা নির্মাণের চেষ্টা করছে। সে একজন ভূমিদস্যু।আমাদের ক্রয়কৃত সাড়ে ৮ শতাংশ জায়গার উপর তার নজর পড়েছে।সে সম্পূর্ণ গায়ের জোরে জায়গা জবরদখল করতে চায়। এই এলাকায় সে একজন ভূমিদস্যু হিসেবে পরিচিত।সে দীর্ঘ ১৮/২০ বছর ধরে জোর পূর্বক মানুষের ভূমি দখল করে সেই দখলকৃত ভূমি গ্রামের সহজ-সরল মানুষের কাছে প্লট হিসেবে বিক্রি করে বেশি দামে।ভূমিই যেনো তার পেটের ক্ষুধা মিটানোর এক মাত্র খাদ্য।
একসময় রুমেল সম্পদহীন ছিলেন। সে স্বপ্ন দেখতো কীভাবে অঢেল অর্থ সম্পদের মালিক হওয়া যায়।
তার এ কর্মযজ্ঞ করে অনেক অর্থ সম্পত্তির মালিক হয় সে।
কিছুদিন পূর্বেও সে পাশের একজনের জমি কেটে নিয়ে যায়। পরে প্রশাসনের চাপে ওই লোকের মাটি ভরাট করে দিতে বাধ্য হয়।
এব্যাপারে মনিরুজ্জামান ভূইয়া বলেন, রুমেল ভূইয়া একজন ভূমি খেকো।সে মানুষের জায়গা দখল করে হয়রানি করে।কিছুদিন আগে সে একজনের কাছ থেকে ১৫ হাজার টাকা নেয় খারিজ করে দিবে বলে।কিন্তু করে দেয়নি।এবিষয়ে
স্থানীয় ওয়ার্ড সদস্য আবুল কালাম আজাদ বলেন,রুমেল ভূইয়া উলুকান্দি গ্রামের একজন দুষ্কৃতকারী।মানুষের জমি নিয়া সে নয়ছয় করে।
এবিষয়ে অভিযুক্ত রোমেল ভূইয়া বলেন, আমি কারো জায়গার মাটি কাটি নাই। আমার জায়গা থেকে আমি মাটি কেটে চলাচলের রাস্তা তৈরি করেছি। আমার দলিলসহ খারিজ রয়েছে।
মামলার আই ইউ এসআই সুমন বলেন, সরেজমিনে উলুকান্দি এসে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। আগামী শুক্রবার উভয়পক্ষকে কাগজপত্র নিয়ে থানায় আসার কথা বলেছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মেইলে ছবি আছে,
০৬/০৩/২৫/