মোল্লাহাটে নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপিত।
বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের মোল্লাহাটে যথাযোগ্য মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় ২০২৫ উদযাপিত হয়েছে ।
দিবসটি উপলক্ষ্যে মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা জানাতে সকাল ৭টায় উপজেলা পরিষদ চত্বরের শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
বুধবার (২৬মার্চ ) প্রথম প্রহরে শহীদদের স্মরণে শহীদ মিনারে প্রথম পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
এর পর থানা পুলিশের পক্ষ থেকে অফিসার ইনচার্জ পুস্পস্তবক অর্পণ করেন। পর্যায়ক্রমে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, বৈষম্য বিরোধী ছাত্র, নাগরিক কমিটি, উপজেলার বিভিন্ন দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান, মোল্লাহাট প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা শহীদ মিনারে শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানায়।
সকাল আটটায় খলিলুর রহমান ডিগ্রী কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সকল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারী। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তহমিনা সুলতানা নীলা ও অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম। অন্যান্য অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ বালা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তেন মং, মৎস্য কর্মকর্তা রাজীব রায়, প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ হাসান আলী, উপজেলা প্রকৌশলী শওকত হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আতিকুর রহমান সহ উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা বৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি গণ, সাংবাদিক বৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।