ইসরায়েলের ইহুদি বাহিনী কর্তৃক ফিলিস্তিনের মুসলমানদের গণহত্যার প্রতিবাদে সোনাগাজীতে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি,

ইসরায়েলের ইহুদি বাহিনী কর্তৃক ফিলিস্তিনের মুসলমানদের গণহত্যার প্রতিবাদে ফেনীর সোনাগাজীতে বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। সোমবার বাদ জোহর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিরোপয়েন্টে শহীদ চত্ত্বরে সমাবেশ করে। পৌর সভাপতি মাও. ফারুক আনোয়ারের সভাপতিত্বে ও উপজেলা সাংগঠনিক সম্পাদক মাও. হারুনুর রশিদের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাও. এনামুল হক মুসা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সভাপতি মুফতি আবদুর রহমান, সহসভাপতি মাও. মাঈন উদ্দিন যুবদল নেতা খুরশিদ আলম, মাও. হেদায়েতুল ইসলাম ও মাও. আমির হোসেন।

আরো দেখুনঃ